প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদগঞ্জে গরীব অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় গত ১১ অক্টোবর সোমবার সকালে এসব লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
খাদ্য সহায়য়তা নিতে আসা লোকজনের উদ্দেশ্যে ইউএনও শিউলী হরি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশক্রমে পূজা পরিষদের সভাপতি ও সম্পাদকের প্রদত্ত তালিকা অনুসারে প্রদান করা হয়েছে। করোনাকালীন সময় মানুষ নানা সমস্যায় পড়েছে। সেই হিসেবে এ বছর পূজার এই উৎসবের সময় প্রধানমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন।