প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের এই কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অপরাধ)। তিনি কিট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। পরে কিট প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জেলা পুলিশের সকল পুলিশ সদস্যকে সরকারি ইউনিফর্ম, বেল্ট, হ্যান্ড কাপ, সুজ, অস্ত্র, গুলিসহ আনুষঙ্গিক সরকারি জিনিসপত্র পরিদর্শন করেন।
এ সময় তিনি প্যারেডে উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন-যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন চাঁদপুর পুলিশ লাইন্স-এর আর আই মোঃ আব্দুল জলিল।