প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:০০
হাইমচরের মেঘনায় কোস্টগার্ডের মা ইলিশ রক্ষা অভিযানের ৬ষ্ঠ দিনে ৫০ হাজার মিটার জালসহ ২টি নৌকা জব্দ করা হয়েছে। ৯ অক্টোবর শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন হাইমচর কোস্টগার্ড।
কোস্টগার্ড সিসি মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে গাজিপুর, নীলকমল, হাইমচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড সদস্যবৃন্দ। অভিযান চলাকালীন মেঘনায় ইলিশ নিধনকালে অসাধু জেলেদের ধাওয়া করলে জেলেরা জাল ও নৌকা রেখে পালিয়ে যায়। ঐখান থেকে ২টি নৌকাসহ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্যক্ষেত্র সহকারী সজিব দাসসহ কোস্টগার্ডের কর্মকর্তাবৃন্দ।
কোস্টগার্ড সিসি মোঃ শাহাদাত হোসেন জানান, মেঘনায় অভিযান পরিচালনা করে আমরা ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। নৌকা দুটি জব্দ করেছি।