সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:০০

১ কোটি ৩৪ লাখ টাকার জাল জব্দ ॥ ১০ জেলে আটক
স্টাফ রিপোর্টার ॥

গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী চলবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষার এ কার্যক্রম। গতকাল ১০ অক্টোবর ছিলো অভিযানের ৭ম দিন। এদিন পদ্মা-মেঘনার চাঁদপুর সীমানায় ১৩টি অভিযান ও ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চালিয়ে ৬.৭০০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ৩৪ টাকা। এ সময় চাঁদপুর সদর উপজেলার ১০ জন অসাধু জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে জেলা মৎস্য অধিদপ্তর ৬টি মামলা করেছে বলে জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়। এদিন চাঁদপুর সদরে ৫টি, হাইমচরে ২টি, মতলব উত্তরে ১টি, মতলব দক্ষিণে ১টি, হাজীগঞ্জে ২টি ও ফরিদগঞ্জে ২টিসহ মোট ১৩টি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এ সকল স্থান থেকে ০.১১১০০ মেঃ টন ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে আরো জানা যায়, গতকাল মোবাইল কোর্টে জব্দকৃত ১টি নৌকা ও পূর্বের আটককৃত ২টি মোট ৩টি নৌকা আজকে নিলামে ১ লাখ টাকায় বিক্রি করা হয়।

পদ্মা-মেঘনায় ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিঠাপানিতে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতেই এ অভিযানের শুরু। এ লক্ষ্যে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশের আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন করা যাবে না। নিষেধাজ্ঞা থাকলেও অভিযানকালে অসাধু মৎস্য শিকারীরা থেমে নেই। তারা গোপনে নদীতে মাছ ধরা ও বিক্রি করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়