প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকা থেকে ১৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত ৯ অক্টোবর শনিবার মাদক কারবারী মাসুদ বেপারী প্রকাশ মাইগ্যা মাসুদ (৩৯) পিতা-মৃত আব্দুল মতিন ও তার স্ত্রী কুলসুমা আক্তার সাদিয়াকে গ্রেফতার করা হয়।
এ তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম তার ফেইসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেন। উদ্ধারকৃত মাদক আলামতের আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।
ওই কর্মকর্তা জানান, তার নেতৃত্বে গঠিত ডিএনসির অপারেশন টিম চাঁদপুর সদর থানাধীন ওয়্যারলেস মোড় বাজার এলাকায় মেহেরুন ও জাবের স্টোর নামীয় দোকানের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিদের ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয় ।
তিনি বলেন, আসামিদ্বয় পরস্পর স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।