প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে শোকসভা ও ফুলকোর্ট রেভারেন্স পালিত হয়েছে। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের আদালতে এই ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় বিচার বিভাগের বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী আবদুল গফুর।
জেলা আইনজীবী সমিতির তিন আইনজীবীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তপন কুমার দাস, ৩০ জুন মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট হারাধন চন্দ্র সরকার ও ১১ এপ্রিল মারা যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেন।
সমিতি ভবনে সকাল ১১টায় অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডঃ আহছান হাবীব। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন।
শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাডঃ ফজলুল হক সরকার, অ্যাডঃ রুহুল আমিন, অ্যাডঃ মনোয়ারুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ নাসির উদ্দিন চৌধুরী, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ শীতল চন্দ, অ্যাডঃ আমানুল্লাহ, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, অ্যাডঃ ইব্রাহিম খলিল, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ লতিফ শেখ, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ বিধু ভূষণ নাথ, অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ জসিম উদ্দিন প্রধান, অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ মুজিবুর রহমান, অ্যাডঃ শাহ আলম ও অ্যাডঃ শাহ আলম (২) প্রমুখ। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সমিতির সভাপতি অ্যাডঃ আহছান হাবীব। সমিতির প্রয়াত সদস্যদের জীবন বৃত্তান্ত পাঠ করেন সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন।