সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০

সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে হ-য-ব-র-ল অবস্থা
স্টাফ রিপোর্টার ॥

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সি ও ট্যাক্সি-কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে। জানা যায়, বিতর্কিত কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের নির্বাচন পরিচালনার কার্যনির্বাহীর ক্ষমতা প্রদান করায় এ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়।

সংগঠন সূত্রে জানা যায়, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০১৭-২০২০-এর সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রিপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। গত ২৭ আগস্ট কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ২৯ ধারা অনুসরণপূর্বক এ দুজনের প্রতি অনাস্থা কার্যকর করা হয়। পরে সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী জহিরুল ইসলামকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।

সংগঠনের দায়িত্বশীল কয়েকজন জানান, সাবেক সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রিপনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক। পরে জহিরুল ইসলামকে সভাপতি করা হয়। এখন নির্বাচন আসছে। এখন বিতর্কিত সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় কমিটির নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে। এ সিদ্ধান্ত আপত্তিজনক। তাদের হাতে দায়িত্ব থাকলে নির্বাচন সুষ্ঠু হবে নাÑএ কথা সকলে জানে। ফলে সংগঠনের সবার মাঝে এ বিষয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম জানান, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্বাচন পরিচালনা দায়িত্ব দেয়ায় সংগঠনের সদস্যরা ক্ষুব্ধ। আমি সংগঠনের পক্ষে কেন্দ্রীয় সংগঠনের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। অনুলিপি দেয়া হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপ-পরিচালক, কুমিল্লা, বিভাগীয় পরিচালক, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কর্তৃপক্ষের কাছে। আশা করি তারা বিষয়টি সদয় বিবেচনা করে দেখবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়