প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
উইমেন এন্ড ই-কমার্স ফোরাম- (উই) চাঁদপুরের উদ্যোক্তাদের অফিসিয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরের রসুইঘর পার্টি সেন্টারে সভার আয়োজন করা হয়। এতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৪১ জন উদ্যোক্তা অংশ নেন।
এ সময় উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরী দেশীয় পণ্য ও খাবার সামগ্রী প্রদর্শন করেন। এর মধ্যে শাড়ি, চাদর, মেয়েদের পোশাক, কেক, পিঠা, সন্দেশ, আচারসহ বিভিন্ন পণ্য রয়েছে।
সভায় উই-এর ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর নাদিয়া রওশনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্যোক্তা খাদিজা আক্তার তুলি, নিলা রহমান, সিয়াম আহমেদ, তানিয়া ইসলাম, পূর্ণিমা রায়, মিফতাহুল জান্নাত নূর, জুয়েল পাটোয়ারী, বামপি রায়, আইরিন রহমান, রাশেদ চৌধুরী, মুনমুন শারমিন প্রমুখ।