প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
কচুয়ায় ভোটকেন্দ্র স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম আকতার হোসাইন, ইউপি সদস্য গাজী আব্দুল হালিম, মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা ফারুক মোল্লা, ফজলুল হক সরকার, মনির হোসেন, আলী হোসেন, গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আবু ছালেহ জাফর, ছাত্রলীগ নেতা আবু ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় ৭৩ বছর ধরে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটিতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে আসছে। কিন্তু একটি মহল অপপ্রচার চালিয়ে কেন্দ্রটি নিজেদের স্বার্থ হাসিলের জন্য খিড্ডা গ্রামে ঝুঁকিপূর্ণ স্থানে নেয়ার অপচেষ্টা করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’গ্রামের মধ্যবর্তী স্থানে কেন্দ্রটি রাখার জোর দাবি জানাই।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক ভোটার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।