সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০

রাষ্ট্রীয় অধিকার আদায়ের লক্ষ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করা হয়েছিলো
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্র ঐক্য পরিষদ মতলব দক্ষিণ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ৭ অক্টোবর সন্ধ্যায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা ঐক্য পরিষদ নেতাদের সাথে অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরীর চেম্বারে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা নেতৃবৃন্দ তাদেরকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করে বলেন, রাষ্ট্রীয় অধিকার আদায়ের লক্ষ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করা হয়েছিলো। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা বা কোনো সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করার জন্য এ সংগঠনের জন্ম হয়নি। আমরা সকল সময়ই সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি।

তারা বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে রাষ্ট্রীয় বৈষম্য শুরু হয়। রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হয় এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। অথচ ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদারদের বিরদ্ধে যুদ্ধ করেছে। তাদের হাতে লাঞ্ছিত হয়েছে সকল সম্প্রদায়ের মা-বোন। সকল সম্প্রদায়ের মানুষেরই অবদান ছিলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে। অধিকার আদায়ের জন্যই সেক্টর কমান্ডার প্রয়াত সিআর দত্তসহ প্রগতিশীল নেতৃবৃন্দ ঐক্য পরিষদ গঠন করেন। আমাদের মূল লক্ষ্য ঐক্যবদ্ধ হওয়া, রাষ্ট্রীয় সন্ত্রাস বা হানাহানি সৃষ্টি করা নয়। আমরা এদেশের নাগরিক। আমরা সকলে মিলেমিশে থাকতে চাই, বাঁচতে চাই। তোমরা আজ যারা নেতা নির্বাচিত হয়েছ, তোমাদের কাজ হবে মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। নিজেদের মাঝে ঐক্য সৃষ্টি করা। সন্ত্রাস, ইভটিজিং, মাদক থেকে দূরে থাকা। আমাদের প্রতিটি নেতা-কর্মীকে হতে হবে দেশপ্রেমিক নাগরিক, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। আমরা সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি। তোমাদের আচার-আচরণে তা প্রকাশ পেতে হবে। তবেই তোমরা সত্যিকার নেতা হতে পারবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরীর (পিপি) সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি তপন সরকার, দপ্তর সম্পাদক গৌতম পোদ্দার, চাঁদপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সহ-সভাপতি বিবেকলাল মজুমদার, মতলব উত্তর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রোটাঃ শ্যামল চন্দ্র দাস, চাঁদপুর সদর শহর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর চন্দ্র দাস, চাঁদপুর জেলা ছাত্র ঐক্যর আহ্বায়ক অপু বিশ^াস, সদস্য সচিব অতনু সাহাসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

গত ৫ অক্টোবর সীমান্ত সাহাকে আহ্বায়ক, তন্ময় পালকে সদস্য সচিব এবং অজয় চক্রবর্তী, আনন্দ সরকার, লিখন ঘোষ, পাভেল সাহা, গোপাল বণিকসহ ৬১ সদস্য বিশিষ্ট মতলব দক্ষিণ উপজেলা ছাত্র ঐক্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাদেরকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়