শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

কচুয়ায় অফিস চলাকালীন বিদ্যালয়ের দপ্তরি হামলার শিকার

নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়ায় অফিস চলাকালীন বিদ্যালয়ের দপ্তরি হামলার শিকার

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মোস্তফা কামাল অফিস চলাকালীন দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। সোমবার সকাল ১১টায় ৪৪নং উত্তর উজানী সরকারি বিদ্যালয়ে অফিস চলাকালীন ৪/৫জন দুর্বৃত্ত বিদ্যালয়ে প্রবেশ করে নিচতলায় বসে থাকা দপ্তরি কাম নৈশ প্রহরী মোস্তফা কামালকে বেধড়ক মারধর করে। তারা মোস্তফা কামালের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে উঠিয়ে নেয়ার চেষ্টা করে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে শিক্ষকগণ এগিয়ে আসলে দুর্বৃত্তরা চলে যায়। সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই মফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা মোস্তফা কামালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, ছোট ছেলে-মেয়েদের ডাক- চিৎকারে আমরা নিচে গেলে ৪/৫জন দুর্বৃত্ত ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করে মোস্তফা কামালকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোস্তফা কামাল জানান, জোড় পুকুরিয়া গ্রামের রনি মিয়ার ছেলেসহ ৪/৫জন দুর্বৃত্ত আমাকে মেরে ফেলার জন্যে হামলা করে আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়