প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ঈদগাহ ফেরিঘাটে মসজিদের ইমামের ওপর হামলা!
শরীয়তপুরের ১০৯ নং বেড়াচাক্কী মৌজায় জমি সংক্রান্ত মামলা দেওয়ায় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার মাগরিবের নামাজের পর শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট সংলগ্ন নরসিংহপুর বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহত মাওলানা মিজানুর রহমান জানান, আমি চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর এলাকার বাসিন্দা। শরীয়তপুরের ১০৯ নং বেড়াচাক্কী মৌজায় আমার নানার সম্পত্তি। যার বর্তমান মালিক আমরা তার ওয়ারিশগণ। কিন্তু এই সম্পত্তি কৌশলে হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করতেছে ইব্রাহিমপুর ইউনিয়নের বাসিন্দা আবু তাহের, আনু, মুনছুর, বিল্লাল ও মনির পাঠান। এ বিষয়ে আমি সদর মডেল থানায় মামলা দায়ের করি। মামলা নং ৩৪০/২৪। মামলার তদন্ত কর্মকর্তা মিরাজ। এতে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে উঠেন । তারা আমাকে কৌশলে স্থানীয় বিএনপি নেতা মমিন দিদারকে দিয়ে ডাকিয়ে নেয়। এরই প্রেক্ষিতে আমি ২৭ সেপ্টেম্বর শুক্রবার সেখানে গিয়ে মমিন দিদারের সাথে কথা বলার সময় আবু তাহের গোলদারের নেতৃত্বে প্রায় ১৫ জন স্থানীয় সন্ত্রাসী আমাকে ব্যারিকেড দিয়ে ফেলে। এ সময় আবু তাহের আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে মারতে তেড়ে আসে। তার বিরুদ্ধে কেন মামলা দিয়েছি এই বলে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে এবং ভবিষ্যতে আমি আমার জমির কাছে গেলে মেরে ফেলার হুমকি দেয়।