শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে

-----------মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বাসা বা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের অধিকার নিশ্চিত করা শিক্ষকের দায়িত্ব, তেমনি বাসায় শিশুদের অধিকার নিশ্চিত করা অভিভাবকদের দায়িত্ব। অনেক সময় বাসায় বাবা-মা নিজেরা শিশুদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বা ক্ষুব্ধ ভাষায় কথা বলেন। এতে করে শিশুদের মন-মানসিকতা নষ্ট হয়ে যায়। তারা তা-ই শিখে, যা আপনাদের করতে দেখে। চাইলে বাবা-মা এসব আচরণ পাল্টাতে পারে। এক্ষেত্রে বাবা-মা'দের নিয়ে অভিভাবক সমাবেশ করা দরকার।

২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শিশুদের মানুষ হতে হবে। কিন্তু মানুষ হতে হলে যেসব ক্ষেত্র রয়েছে সেসব ক্ষেত্রের দিকে আমরা নজর দিচ্ছি না। আজকে যে পরিমাণ যানবাহন চলছে, সেসব যানবাহন থেকে যে পরিমাণ শব্দ দূষণ হচ্ছে, সে শব্দ দূষণে শিশুদের মস্তিষ্ক মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিশুরা বিদ্যালয়ে আসলে তাদের অধিকার নিশ্চিত করতে শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিশুদের মন কী চাচ্ছে তা অনেক সময় আমরা উপলব্ধি করি না। অনেক বিদ্যালয়ের দায়িত্ব নেয়ার দরকার নেই, নিজ বিদ্যালয়ের শিশুদের অধিকারই নিশ্চিত করুন। বিদ্যালয়ের কমপক্ষে বছরে একবার হলেও অভিভাবক সমাবেশ করতে হবে।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরও শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। অনেক সময় শিক্ষকরা তোমাদেরকে একটু জোরে কথা বলবে, এতে রাগ না করে কী বোঝানো হচ্ছে সেটা বুঝতে হবে। তোমাদের কেউ ইভটিজিং বা হয়রানিমূলক কিছু করলে তা শিক্ষককে জানাবে। নতুবা আমাকে ফোন দিয়ে জানাবে। জেলা প্রশাসক হিসেবে তোমাদের অধিকার নিশ্চিত করতে আমি সচেষ্ট আছি।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুর আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় জেলা শিশু কর্মকর্তা মোঃ কাউছার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত, নাফসিন জাহান নিদু ও জান্নাতুল মাঈশার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ‘কেমন বাংলাদেশ চাই’-এর উপরে বক্তব্য রাখেন মুনতাদি সাফি ও তাসফিয়া আকতার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী হুমায়রা ও পবিত্র গীতা পাঠ করেন অদিতি ঘোষ। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে শিশুরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও অনুষ্ঠানে শিশুরা গান ও আবৃত্তি পরিবেশন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়