শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষকসহ ৬ শিক্ষকের বিদায়

শাহরাস্তি ব্যুরো ॥
শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষকসহ ৬ শিক্ষকের বিদায়

শাহরাস্তি উপজেলার আলোড়ন সৃষ্টিকারী শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষকসহ ৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। স্কুল শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, স্কুল শিক্ষক সূচিপাড়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল কালাম। বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম হোসেন, আমেনা আক্তার, মোঃ তাজুল ইসলাম ও শাহেদ হোসেন সরকার। বিদায়ী শিক্ষকদের স্কুলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।

স্কুলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রধানীয়া দায়িত্ব পালন করে আসছেন। তাঁর স্ত্রী সিনিয়র শিক্ষিকা শামীমা ফেরদৌসী একই সময়ে স্কুলে যোগদান করেন। বিদায় সংবর্ধনায় স্কুলের শিক্ষকম-লী ও অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়