প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শ্রমকল্যাণ কেন্দ্র, চাঁদপুর-এর ফ্রি ভিটামিন ডি ক্যাম্পেইন
শ্রমকল্যাণ কেন্দ্র, চাঁদপুর-এর ২০২৪-২৫ অর্থ বছরের ইনোভেশন কর্মসূচি (ফ্রি ভিটামিন ডি ক্যাম্পেইন)-এর সমাপ্তি হয়েছে। ২৮ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় শ্রমকল্যাণ কেন্দ্র, চাঁদপুর-এর মেডিকেল অফিসার ও আয়ন ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁদপুর জেলা সেক্রেটারি গোলাম ফারুক মোহাম্মদ ইয়াহইয়া।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডা. মেহেদী হাসান শুভ এবং গোলাম ফারুক মোহাম্মদ ইয়াহইয়া। আলোচনা সভা শেষে ১১৬ জন শ্রমিক ও তাদের পরিবার সদস্যদের বিনামূল্যে 'রহলবপঃরড়হ ারঃধসরহ উ৩ (৩ খধশযং টহরঃ)'- এর চতুর্থ ডোজ প্রদান করা হয়।