শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মতলবে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ভয়েজ ফর জাস্টিজ এন্ড ডেভেলপমেন্টের আর্থিক সাহায্য প্রদান

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ভয়েজ ফর জাস্টিজ এন্ড ডেভেলপমেন্টের  আর্থিক সাহায্য প্রদান

মতলব দক্ষিণে ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমনের সৌজন্যে দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন (হিন্দু) সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।

মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সফিকুল ইসলাম সাগর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম সারওয়ার সেলিম। এ সময় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের সাংগঠনিক সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, সদস্য দেলোয়ার হোসেন, পলাশ, সুমন সাহাসহ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, নির্বাহী কমিটির সদস্যসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে এ সংগঠন প্রতি বছরই সনাতন (হিন্দু) সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করছে। এ বছর প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়