প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের সনদ ও উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ
চাঁদপুর জেলার অন্যতম সামাজিক সংগঠন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে সপ্তাহব্যাপী ‘পারিবারিক হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণ শেষে সনদ ও উন্নত জাতের মুরগী বাচ্চা বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
সংগঠনটির সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক বিশ্বের সাথে এগিয়ে যেতে কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের বাইরে বাংলাদেশীদের অবস্থান নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। তিনি তার বক্তব্যে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রায় অর্ধশত বিষয়ের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। বদলাও ইয়ুথ ফাউন্ডেশন সামাজিক স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি যুবদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, যা আত্মকর্মসংস্থানের জন্যে জরুরি বলে আমি মনে করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কুরছিয়া বেগম সীমা, মাহমুদা আক্তার, ইকরা নুর, নাজিয়া নুর, মুহাম্মদ তানভীর হোসাইন, আশরাফ, সাইমুম, সাদিয়া আফরিন, তানজিলা আক্তার প্রমুখ।