প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে সাংবাদিক ইমাম হোসেনের মোটরসাইকেল চুরি
ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক চাঁদপুর দিগন্তের সহঃ সম্পাদক মোঃ ইমাম হোসেন সৌরবের মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে ইমাম হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার খেজুর তলার বাসা থেকে চোর মোটরসাইকেলটি নিয়ে যায়। সবাই যখন জুমার নামাজ পড়তে মসজিদে, ঠিক তখনই বাসায় ঢুকে চোর মোটরসাইকেলটি নিয়ে যায়। ইমাম হোসেন তখন সপরিবারে ঢাকায় অবস্থান করছিলেন। তার দোকানের কর্মচারী গোসল করে এসে দেখে মোটর সাইকেলটি নেই।
বিষয়টি ইমাম হোসেন তার দোকানের কর্মচারীর মাধ্যমে জানেন। ঢাকা থেকে এসে ২৪ সেপ্টেম্বর তিনি ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার এসডিআর নং ১৫৩৩।
সাংবাদিক ইমাম হোসেনের মোটরসাইকেলটি ছিলোতার হিরো হোন্ডা, ১০০ সিসি, রং লাল, রেজি. নং ঢাকা মেট্রো- হ-৪১-৫২৫৪।