প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে দোকানঘর ভাংচুর ও দখলের পাঁয়তারা
শেখ হাসিনার পতন আর নতুন সরকার গঠনের ফাঁকে সুযোগ কাজে লাগিয়ে হাজীগঞ্জের সেন্দ্রা বাজারে দোকানঘর ভাংচুর ও দখলে নেয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট ঘটনাটি ঘটে উক্ত বাজারের গাউসুল আজম সুপার মার্কেটে। দখলের কাণ্ডটি করেছেন সেলিম ভুঁইয়া ও তার তালাতো ভাই নাছির উল্যা পাটওয়ারীসহ অন্যরা। এমন অভিযোগ মার্কেট মালিক আব্দুল মমিন ভূঁইয়ার। এতে করে ঐ মার্কেটের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
গাউসুল আজম সুপার মার্কেটের কেয়ারটেকার বিল্লাল হোসেন জানান, সেলিম ভুঁইয়া ও নাছির উল্যা পাটওয়ারী (রিপন) সহ প্রায় ৩০-৪০ জন সন্ত্রাসী লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ধ্যার পর মার্কেটের সামনে আসে। এ সময় আমার কাছে থাকা মার্কেটের গেইটের চাবি দিতে বলে। আমি চাবি না দেয়ার কারণে পিছনের দিক দিয়ে কয়েকজন মার্কেটে প্রবেশ করে আমাকে এলোপাতাড়ি মারধর করে মার্কেটের চাবি নিয়ে যায়। পরে লোকজন মার্কেটের বিভিন্ন দোকানে হামলা করে এবং মার্কেটের সকল সিসি ক্যামেরা, কম্পিউটার ভাংচুর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এছাড়াও আমার কাছে থাকা মার্কেটের ভাড়ার টাকার প্রায় ৪৫হাজার টাকা নিয়ে যায়।
মার্কেটের কাপড় ব্যবসায়ী হারাধন জানান, ঘটনার দিন সন্ধ্যায় একদল সন্ত্রাসী এসে মার্কেটে ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় আমার প্রতিষ্ঠানের প্রায় ৩০/৩৫ হাজার টাকার মালামাল নিয়ে যায় এবং দোকানের ব্যাপক ক্ষতি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েকজন ব্যবসায়ী জানান, মার্কেটে যখন সন্ত্রাসীরা হামলা করে, তখন তারা সকল ব্যবসায়ীকে ব্যবসা বন্ধ করে চলে যাওয়ার জন্যে বলে এবং আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। তার পরপরই তারা মার্কেটের একটি দোকানের সার্টার ভেঙ্গে দোকানটি দখলে নেয়ার চেষ্টা করে।
মার্কেটের ভাড়াটিয়া নার্গিস সুইটস্-এর স্বত্বাধিকারী সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ আওলাদ হোসেন জানান, আমি ঐ মার্কেটের একজন ভাড়াটিয়া। সন্ত্রাসীরা আমার সেই সাইনবোর্ডটি ভেঙ্গে দিয়েছে।
গাউসুল আজম সুপার মার্কেটের স্বত্বাধিকারী মোঃ আবদুল মমিন ভুঁইয়া জানান, সেন্দ্রা মৌজার বি.এস. ১২১নং খতিয়ান ভুক্ত বি.এস. ১১৪৩ দাগের .১৯ একর ভূমিতে আমার মার্কেট। উক্ত মার্কেটের দোকান গুলো আমি বিভিন্ন ব্যক্তির নিকট ভাড়া দেই। আমার মার্কেটের উত্তর পাশের দোকানটি ‘নার্গিস সুইটস’-এর কাছে ভাড়া দেই এবং একটি চুক্তিপত্রও হয়। সেই দোকান কক্ষে ‘নার্গিস সুইটস’-এর সাইন বোর্ড ছিলো। উক্ত দোকানঘরটি সেলিম ভুঁইয়া ও নাছির উল্যা পাটওয়ারী (রিপন)সহ প্রায় ৩০/৪০ জন সন্ত্রাসী লোক নিয়ে ভাংচুর করে ও দখলে নেয়ার পাঁয়তারায় লিপ্ত। এ নিয়ে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় গত ১৫ মে ২০২৩ ও ১৯ মে ২০২৪ তারিখে দুটি অভিযোগও রয়েছে। বর্তমানে আমি আমার দোকানঘর ভাংচুরের বিচার ও দোষীদের আইনের আওতায় আনতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং সন্ত্রাসীদের হুমকি-ধমকিতে আমার ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় অভিযুক্ত সেলিম ভুঁইয়া জানান, মার্কেটের যে দোকান নিয়ে এতো কিছু, সেই দোকানটি আমার মালিকানাধীন।