মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

আলী দাখিল মাদ্রাসার সুপারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥
আলী দাখিল মাদ্রাসার সুপারের ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচণ্ডী আলী দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াতের রোকন হাফেজ মাওলানা আবদুর রাজ্জাক পাটওয়ারী (৫৮) আর বেঁচে নেই। তিনি গতকাল ১২ আগস্ট সোমবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বাদ জোহর বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের বড় ভাই ও জেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ আবদুর রহিম পাটওয়ারী। জানাজার পূর্বে বক্তব্য রাখেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব মাওঃ খাজা মোঃ অলি উল্লাহ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ এএইচ আহমদুল্লাহ, নায়েবে আমীর মাওঃ মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি মোঃ মাসুদুল ইসলাম বুলবুল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, চাঁদপুর সদর উপজেলার আমীর মাওঃ মোঃ নাছির উদ্দিন, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, বিষ্ণুদী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ জসিম উদ্দিন, চান্দ্রা নূরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, মদীনা বিশ্ববিদ্যালয়ের মুবাল্লেগ আনম নূরুর রহমান, আলী দাখিল মাদ্রাসা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ সানাউল্লাহ, মুন্সী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মিজানুর রহমান ও মরহুমের একমাত্র ছেলে মোঃ জুনায়েদ।

মোঃ আবদুর রাজ্জাক পাটওয়ারী মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লিকে অংশ নিতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়