সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম নয়নের ওপর সন্ত্রাসী হামলা

গোলাম মোস্তফা ॥
পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম নয়নের ওপর সন্ত্রাসী হামলা

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি গুরুতর হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। তিনি গতকাল ১২ আগস্ট সোমবার সকাল ১১টায় বাবুরহাট বাজারের মতলব রোডের মাথায় মরহুম আশেক আলী মালের ছেলে আঃ কাদের মাল ও তার অন্য ভাইদের সাথে দোকানের জায়গা নিয়ে সালিসি বৈঠকে অংশগ্রহণ করেন। সমস্যা সমাধান করে বৈঠক থেকে উঠে মতলব রোডের মাথায় আসলে তার ওপর অতর্কিত হামলা করে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ। এ সময় তার সাথে ছিলেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মাসুদ পালোয়ান, সদস্য হাসান মাল, কাউসার মাল প্রমুখ। কিন্তু কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আহত কাউন্সিলরের পরিবারের অভিযোগ, স্থানীয় শাহআলম মজুমদারের ছেলে বাবু ও তার সাথে থাকা আরো ৪/৫ জন তাকে হামলা চালিয়ে মারাত্মক আহত করেছর। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা নয়ন মিজিকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে হাসাপাতালে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন। আহত নয়ন মিজির অবস্থা আশঙ্কাজনক বলে জানান পরিবারের সদস্যরা। এ ঘটনায় বাবুরহাট বাজার সহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়