প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
শাহতলীতে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী
নানা আয়োজনে চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, এটি একটি সেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মানবসেবামূলক কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। গত ৮ বছরে প্রায় ৭ হাজার ব্যাগ রক্তদান করেছে এ সংগঠনটি। করোনাকালীন সময়ে মানবিক কাজ করায় স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছে এ সংগঠনটি। শীতকালে শীতবস্ত্র বিতরণ, অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার।
সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, কামরাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক আব্দুর রহিম খান, ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজাক, সংস্থার সহ-সভাপতি জুয়েল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, মোঃ জিয়াউর রহমান, মোঃ হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ মানিক মিয়া, মোঃ শাহাদাত হোসেন, মোঃ মাহবুবুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্থার নেতৃবৃন্দকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সার্টিফিকেট এবং অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
শাহতলী জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জিয়াউর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।