প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে বহরী স্কুলের সভাপতির বাড়িতে হামলা
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। গত ৬ আগস্ট এ হামলা করা হয়।
এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বহরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে রফিকুল ইসলাম জানান, জনৈক মিনর বেপারী, সোবহান বকাউল, জহির মিজি, রহিম বকাউল, গিয়াস উদ্দিনসহ বেশ ক’জন দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে পূর্ব শত্রুতার জেরে হামলা করে তার বাড়ির আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান মালামাল লুট করে। এছাড়াও রফিকের জায়গা জোরপূর্বক দখল করে। এতে নগদ টাকা, মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কারসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে এলাকাবাসী জানান।