সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০

হাইমচরে শিক্ষার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ॥ ১৫ দফা দাবি পেশ

মোঃ সাজ্জাদ হোসেন রনি।।
হাইমচরে শিক্ষার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ॥ ১৫ দফা দাবি পেশ

হাইমচর উপজেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান রনি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর, ইডেন কলেজের শিক্ষার্থী নাবিলা নিশাদ, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সালে আহমেদ, তিতুমীর কলেজের শিক্ষার্থী ইমরান ইমরু, বি.জি.এম. ইউনিভার্সিটির শিক্ষার্থী আকবর হোসাইন, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী সিয়ামসহ অন্যান্য শিক্ষার্থী।

সভায় উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) ওয়ালিউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে দুর্নীতি ও শোষণমুক্ত হাইমচর গড়ার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫ টি দাবি উপস্থাপন করেন। প্রথম দাবি হচ্ছে : উপজেলায় যে কোনো মৌলিক সিদ্ধান্তে ছাত্র প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেমন : বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন। দ্বিতীয় দাবি : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্য তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয় দাবি : প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চতুর্থ দাবি : প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হবেন উপজেলা নির্বাহী অফিসার। পঞ্চম দাবি : মাদক ও কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত প্রত্যেককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ষষ্ঠ দাবি : সকল পরিবহন ব্যবস্থায় ভাড়া নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং সকল প্রকার সিন্ডিকেট মুক্ত করতে হবে। সপ্তম দাবি : উপজেলার প্রতিটি দপ্তরের বিশেষভাবে ভূমি অফিসে সিটিজেন চার্টার অনুযায়ী নির্ধারিত সময় ও ফি-এর মধ্যে সকল নাগরিক সেবা প্রদান করতে হবে।

অষ্টম দাবি : পুলিশ ক্লিয়ারেন্স সহ থানা থেকে প্রাপ্ত সেবা হয়রানি ব্যতীত নিশ্চিত করতে হবে। যেমন-পাসপোর্ট ক্লিয়ারেন্স ইত্যাদি। নবম দাবি : প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ গঠন করতে হবে। দশম দাবি : ইউনিয়ন পরিষদের সেবা, উদাহরণস্বরূপ জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদসহ সকল সেবা নির্ধারিত সময় ও ফি অনুযায়ী নিশ্চিত করতে হবে। এগারোতম দাবি : হাসপাতালে দল, মত নির্বিশেষে সকলের সেবা নিশ্চিত করতে হবে এবং অবৈধ ফি নিয়ে রোগী দেখা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বারোতম দাবি : ছাত্র আন্দোলন চলাকালীন সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। তেরোতম দাবি : উপজেলার যে কোনো এলাকায় অনিয়ম, সহিংসতা বা অপরাধ সংঘটিত হলে পুলিশ অবগত হওয়ার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিতে হবে। চৌদ্দতম দাবি : সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। পনেরো তম দাবি : যে সকল প্রতিষ্ঠানে অভিযোগ বক্স নেই, ঐ সকল প্রতিষ্ঠানে এবং বাজারে অভিযোগ বক্স স্থাপন করতে হবে।

উপর্যুক্ত দাবি সমূহ অনতিবিলম্ব বাস্তবায়নের জন্যে উপজেলা নির্বাহী অফিসারকে বিনীত অনুরোধ করেন শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীরা এই দাবির অনুলিপি পিএস টু ইউএনও দপ্তর, পিএস টু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পিএস টু সহকারী কমিশনার দপ্তর, পিএস টু অফিসার ইনচার্জ দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বনাবরে প্রেরণ করেন।

এই শিক্ষার্থীদের পাশাপাশি হাইমচরের শিক্ষার্থীদের একটি সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি তাদের সংগঠনের পক্ষ থেকেও ৯টি দাবি আলোচনা সভায় উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়