প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০
শিক্ষার্থীদের সুন্দর দায়িত্ব...
চাঁদপুর শহরে শিক্ষার্থীরা প্রতিদিনই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে। রোদণ্ডবৃষ্টি উপেক্ষা করে নিজের মতো করে এরা দায়িত্ব পালন করতে দেখা যায়। ট্রাফিক পুলিশের চেয়েও তাদের দায়িত্ব পালন করাটা অনেক সুন্দর হচ্ছে। যে শহরে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলে দেখা যেতো যানজট কিছুটা আছে। এখন শিক্ষার্থীরা দায়িত্ব পালন করাকালীন যানজট একেবারে কমই নজরে পড়ে। চাঁদপুর শহরের পালবাজারের সামনে জাহিদুল ইসলাম নিলয়সহ ক’জন শিক্ষার্থী খুব সুন্দরভাবে দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে। ছবি তুলতে গেলে দৌড়ে এসে সবাই এক সঙ্গে এসে দাঁড়ায়। ছবিটি গতকাল শনিবার বিকেলে তুলেছেন সোহাঈদ খান জিয়া।