সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০

নৈরাজ্যের প্রতিবাদ

গোয়ালভাওরে ব্যবসায়ীদের লাঠি মিছিল ও সমাবেশ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
গোয়ালভাওরে ব্যবসায়ীদের লাঠি মিছিল ও সমাবেশ

চলমান অস্থিরতার সুযোগে সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে লাঠি মিছিল করেছে ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারের ব্যবসায়ীরা। গতকাল শনিবার বিকেলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাজারটিতে এই লাঠি মিছিল ও সমাবেশ হয়েছে।

জানা গেছে, গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর গোয়ালভাওর বাজারে কিছু সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করে। তারা কিছু ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে বিঘ্ন সৃষ্টি করে। সর্বশেষ শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার শিকার হয় বাজারের কয়েকজন ব্যবসায়ী। এর প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাঠি নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জিএফসি মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হোসেন মিজি, ব্যবসায়ী নেতা মঞ্জিল হোসেন, মোঃ আলী ও সোহেল বেপারী। তারা অভিযোগ করে বলেন, নৈরাজ্যবাদীরা বাজারের ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন করছে। তাই তারা একত্রিত হয়েছেন। বাজারের নিরাপত্তা নিশ্চিতে তারা এখন দলমত নির্বিশেষে একত্রে কাজ করবেন। চুরি-ডাকাতি রোধে পাহারার ব্যবস্থা করবেন। তারা বলেন, গোয়ালভাওর বাজারে শত শত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করছে। আমরা কিছু নৈরাজ্যবাদীর জন্যে কোনোভাবেই এই সুনাম ক্ষুণ্ন হতে দিতে পারি না। যে যেই দল করুক না কেন, এই বাজারে সকলের পরিচয় ব্যবসায়ী। ইতোমধ্যেই জাতীয়তাবাদী দল- বিএনপি থেকেও গোয়ালভাওর বাজারের কোনো ব্যবসায়ী যাতে লাঞ্ছনার শিকার না হন, তার জন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্যে বলা হয়েছে। দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু এতো কিছুর পরও কিছু দুষ্কৃতকারী নিজেদের ব্যক্তিগত বিরোধকে পুঁজি করে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে। আমরা ব্যবসায়ীরা আর এসব হতে দিবো না। এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো। এছাড়া বাজারের রাত্রিকালীন পাহারার জন্যে ব্যবাসায়ীরা নিজেদের উদ্যোগে বাড়তি পাহারার ব্যবস্থা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়