সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাজীগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল গনি ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাসার, সদস্য মোঃ মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপি নেতা খালেদ মাহমুদ মিঠু।

সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত অনিক, সাখাওয়াত হোসেন ও মোঃ শহিদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহির, আল আমিন বাবু, ছাত্রনেতা অ্যাডঃ মুহাম্মদ সোহেল কাজী, রোমান মিয়াজী প্রমুখ।

এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান দুলাল, মাসুদ মজুমদার, গোলাম মোস্তফা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, রাশেদ গাজী, জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এর আগে গত বুধবার বিএনপি, জামায়াতে ইসলামী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক এম. এ. রহিম পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টুসহ অন্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ, নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমদার পরান, সেক্রেটারী মাও. শরিফুল ইসলাম, পৌর আমীর মাও. আবুল হাছানাত, সেক্রেটারী মাও. সফিকুর রহমান মজুমদার সহ অন্যান্য জামায়াত নেতা ও বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে সারাদেশের মতো হাজীগঞ্জের আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাজীগঞ্জে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতিবিনময় করে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়