সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০

এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়দায়িত্ব আপনাদের

---------ইঞ্জিনিয়ার মমিনুল হক

আলমগীর কবির ॥
এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়দায়িত্ব আপনাদের

আওয়ামী লীগের নেত্রী দেশত্যাগের পর আইনশৃঙ্খলার অবনতি হবার আশঙ্কায় গত ৭ আগস্ট হাজীগঞ্জের রাজারগাঁও বাজার মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পথসভায় হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক ইঞ্জিনীয়ার মমিনুল হক নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার এলাকার মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। পেছনের সরকার কী করেছে তা এদেশের মানুষের জানা আছে এবং হাজার হাজার মানুষকে হয়রানি করেছে। সেটাকে ভুলে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর পর মানুষ মনের কথা বলার সুযোগ পেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, তাদের সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করছি।

রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী যুগ্ম সম্পাদক কামরুজ্জামান নেছার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল করিম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাশার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির মোল্লা, যুবদল নেতা সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাদের সরকার, সাধারণ সম্পাদক মোঃ হারেছ খান, জামাল খান রেজভী। ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন। চেঙ্গাতলী বাজারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুজ্জামান মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রধানীয়া, বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির হোসেন টেলু, ইউনিয়ন বিএনপির নেতা মুরাদ মেম্বার, মোঃ কবির হোসেন, যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক রাসেল ও স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন কাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়