প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০
নেতা-কর্মীদের সতর্ক করলেন জেলা বিএনপির সভাপতি
হামলা ও সহিংসতার বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর চাঁদপুর শহরস্থ জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবনে (মুনিরা ভবন) ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের যে কোনো সহিংসতায় নিজেদের না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানান। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করে। এতে সারাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। এই অর্জনে অনেক মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশার মানুষ রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ছাত্রদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে দুর্বৃত্তরা বিভিন্ন স্থাপনায় হামলা করেছে এবং করার চেষ্টা করছে। তারা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদের ক্ষতি করছে।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ছাত্র-জনতার এই অবিস্মরণীয় বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্যে ভাংচুর, অগ্নিসংযোগ, মানুষের সম্পদ লুট ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শন করছে। এসব অপকর্মে কোনো নেতা-কর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো অস্থিরতা বরদাস্ত করা হবে না। যারা এসব করবে সেনাবাহিনী তাদের আইনের আওতায় নিবে।
এলাকাভিত্তিক শান্তি শৃঙ্খলায় বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে একত্রে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ও দামী স্পীডবোটটি জ্বালিয়ে দেয়ার ক্ষোভ ও কষ্ট নিয়েও দলীয় নেতা-কর্মীদের শান্ত রাখার নির্দেশনা দিয়ে তাদের সাথে দফায় দফায় মিটিং অব্যাহত রেখেছেন তিনি।