প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
শাহতলী জিলানী চিশতী কলেজে নবীন-বরণ অনুষ্ঠান
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকে যারা নবীন তাদের জন্যে এ দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নবীন শিক্ষার্থীরা খুবই চমৎকার বক্তব্য দিয়েছে। তোমরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তোমাদের সেভাবে গড়ে উঠতে হবে। তোমরাই জাতির ভবিষ্যৎ । এ কলেজে শিক্ষার মান অনেক ভালো। এ কলেজটি চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ। এটি একটি গ্রাম পর্যায়ের কলেজ, যা সন্ত্রাস, রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। নারী শিক্ষায় এ কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি নারী শিক্ষার নিরাপদ প্রতিষ্ঠান। স্বল্প বেতনে এখানে পড়াশোনার সুযোগ রয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ অঞ্চলে ১৯৭০ সালে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন । এখান থেকে ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা সুযোগ পাচ্ছে । এ প্রতিষ্ঠানের শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। তোমাদের হাতে রুটিন দেওয়া হয়েছে। রুটিন অনুযায়ী ক্লাস হবে। তোমরা নিয়মিত ক্লাস করবে। যারা ক্লাসে আসবে না, তাদের অভিভাবকদের অবগত করা হবে।
তিনি বলেন, তোমাদের নিরাপত্তা সমস্যা বা যে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি দ্রুত ব্যবস্থাগ্রহণ করবো। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কলেজে আসার পথে কোনো ছাত্রী ইভটিজিং বা হয়রানির শিকার হলে আমাকে জানাবে, আমি ব্যবস্থাগ্রহণ করবো। সংখ্যালঘু পরিবার ও সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করবো। তোমরা দেশ প্রেমিক হও।তোমাদের মোবাইল ব্যবহারে আসক্ত হওয়া যাবে না। সর্বশেষ কোটা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মো. আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, জ্যেষ্ঠ প্রভাষক মো. জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. মানিক মিয়া, শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তা, রুপা রানী ও মো. হামীম বেপারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি ও অভিভাবক মো. নুরুজ্জামান মুন্সি, কলেজের সিনিয়র প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, কলেজের প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, প্রভাষক মো. মাহবুবুর রহমান, প্রভাষক মোসাঃ মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো. রানা সরকার, অফিস সহকারী মো. মেহেদী হাসান সহ অন্যরা।
অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথিসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে কোটা আন্দোলনে নিহত শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের প্রভাষক মো. মানিক মিয়া। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন ২য় বর্ষের শিক্ষার্থী এশা আক্তার, পুষ্প আক্তার ও তার দল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে বর্তমান পরিস্থিতি নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে কলেজের সভা কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্যে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল শিক্ষককে শৃঙ্খলা মেনে চলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সতর্কতার সাথে করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা আসবে সেভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা হবে। সংখ্যালঘু পরিবার ও সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার সহ কলেজের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।