প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে ছাত্রশিবিরের আয়োজনে গায়েবানা জানাজা
হাজীগঞ্জে ছাত্রশিবিরের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। জেলা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত জানাজা নামাজের ইমামতি করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী।
মঙ্গলবার (৬ আগস্ট) জোহরের নামাজ শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ দেশ-জাতির ক্রান্তিলগ্নে নিহত ও দলীয় প্রয়াত নেতা-কর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। জানাজার পূর্বে নিহতদের স্মরণে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক, জামায়াতে ইসলামীর জেলা অফিস সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা আমীর, এবিএম কলিম উল্লাহ, পৌর আমির মোঃ আবুল হাসানাত, সেক্রেটারি মোঃ শফিকুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
জানাজায় জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মহরম আলী, সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল, উপজেলা শিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম, সেক্রেটারি মো. আব্দুস সালামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শতাধিক সাধারণ মুসল্লিও জানাজায় অংশগ্রহণ করেন।