সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

মতলব দক্ষিণে সংখ্যালঘুদের নিরাপত্তায় হিউম্যানিটিজ অর্গানাইজেশনের উদ্যোগ

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
মতলব দক্ষিণে সংখ্যালঘুদের নিরাপত্তায় হিউম্যানিটিজ অর্গানাইজেশনের উদ্যোগ

মতলব পূর্বাঞ্চলের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিজ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা দেশের চলমান পরিস্থিতিতে মতলব দক্ষিণ উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করেছেন। সংগঠনের সদস্যগণ ৫ আগস্ট বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরের খোঁজ-খবর নেয়ার জন্য ইজিবাইক ভাড়া করে ঘোরেন। এছাড়া ৬ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিটি মন্দির মনিটরিং করেন। আরও সতর্কতা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণ উপজেলা শাখার পক্ষ থেকে ৬ আগস্ট মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে সংখ্যালঘুদের বাড়িঘর উপাসনালয় রক্ষায় নিজ খরচে সচেতনতামূলক মাইকিং করার উদ্যোগ গ্রহণ করেন। স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ এলাকায় বেশ আলোচিত হয়েছে।

৬ আগস্ট সকাল ৮টায় হিউম্যানিটিজ অর্গানাইজেশনের সভাপতি মোঃ ফরহাদ আহমেদ আলী এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম মতলব শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সার্বিক অবস্থা জানতে উপস্থিত হন। মন্দিরের পুরোহিত এবং মতলব সরকারি কলেজ ভোকেশনাল শাখার প্রভাষক বিপুল সাহা জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উপাসনা স্বাভাবিকভাবেই চলছে। এখানে কোনো প্রকার সমস্যা নেই। তারা স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগের প্রশংসা করেন। এভাবে মতলব দক্ষিণ উপজেলার লামচরি, মেহারণ, সাতানি, আঁধারা, কাজিয়ারাসহ প্রায় প্রতিটি মন্দিরের খোঁজখবর নেন স্বেচ্ছাসেবীরা। এ সময় হিউম্যানিটিজ অর্গানাইজেশনের সদস্য মোঃ মিনহাজ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়