প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে পথের দাবি সংগঠনের কার্যালয়ে হামলা
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের দিন সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভার মিরপুরের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘পথের দাবি’র কার্যালয়ে হামলা ও লুটতরাজের ঘটনা ঘটেছে।
সাংগঠনিক সূত্রে জানা যায়, রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একদল দুষ্কৃতকারী আচমকা এসে সংগঠনটির কার্যালয়ে হামলা চালায়। এক পর্যায়ে কার্যালয়ে ঢুকে বিভিন্ন ফার্নিচার ভাঙচুর করে এবং সংগঠনের বিভিন্ন নথি ও মূলবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।