শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে পার্থ সারথি দেবনাথের ৭ম প্রয়াণ দিবসে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে পার্থ সারথি দেবনাথের ৭ম প্রয়াণ দিবসে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

হাজীগঞ্জে পার্থ সারথি দেবনাথ অনিকের ৭ম প্রয়াণ দিবসে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পার্থ সারথি (অনিক) মেমোরিয়াল ট্রাস্ট এ সকল ত্রাণ বিতরণ করে।

সোমবার (২৯ জুলাই) সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত ত্রাণসেবার সুবিধা পান ২শ’ ৩০ জন দুঃস্থ পরিবার। এতে প্যাকেট প্রতি মানে প্রতিজনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিড়া বিতরণ করা হয়। ত্রাণসেবা কার্যক্রমে সহযোগিতা করেন হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম।

ট্রাস্ট সূত্রে জানা যায়, আসছে বছর থেকে এ ত্রাণসেবা কার্যক্রম বিস্তৃত করা হবে এবং ত্রাণ কর্মসূচির পাশাপাশি প্রতিবছর যুবককে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রচেষ্টা হাতে নেয়া হবে। এছাড়া হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে নবনির্মিত পাঁচতলাবিশিষ্ট ট্রাস্ট ভবনের নিচতলায় অবস্থিত ছয়টি দোকান এবং ছয়টি ফ্লাটের ভাড়া থেকে প্রাপ্ত আয় ও ট্রাস্টের কর্পাস ফান্ড থেকে এসব ব্যয় নির্বাহ করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হাজীগঞ্জের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি অনিল চন্দ্র সাহা সভাপ্রধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্থ সারথি (অনিক) মেমোরিয়াল ট্রাস্টের সহ-সভাপতি শ্রী রাখাল চন্দ্র নাথ ভৌমিক, সদস্য জয়া রাণী দেবনাথ, দ্বিজকর ও হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনা পর্ষদের সদস্য দীলিপ কুমার সাহা।

হাজীগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য তপন কুমার পাল, অধ্যক্ষ সেবাময়ানন্দ মহারাজ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ জুলাই মাত্র ৩১ বছর বয়সে পার্থ সারথি দেবনাথ অনিক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে তার পৈত্রিক নিবাস। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব অমূল্য কুমার দেবনাথ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহকারী পরিসংখ্যান কর্মকর্তা প্রতিমা মজুমদারের একমাত্র সন্তান ছিলেন। তিনি বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সহকারী ম্যানেজার ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়