রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০

অংকুর কচি-কাঁচার মেলার শিশু উৎসবের দ্বিতীয় দিনে

একক কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল

স্টাফ রিপোর্টার ॥
একক কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে সাহিত্য, শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, শারীরিক উৎকর্ষের জন্য খেলাধুলা, প্যারেড-পিটি, শিক্ষা-সমাজ উন্নয়ননের ব্রত নিয়ে ১৯৫৭ সালের ৭ জুলাই প্রতিষ্ঠিত হয় জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর কচি-কাঁচার মেলা। সময়ের সিড়ি বেয়ে চলতি বছরের ৭ জুলাই এ বৃহৎ শিশু সংগঠনটি ৬৭টি বছরে পা রেখেছে। গৌরবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও বরেণ্য সাংবাদিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের জন্মশতবার্ষিকী উদ্যাপনকল্পে চাঁদপুর অংকুর কচি-কাঁচার মেলা সপ্তাহব্যাপী শিশু উৎসব-২০২৪ আয়োজন করেছে।

উৎসবের দ্বিতীয় দিবসে গতকাল ১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশুদের অংশগ্রহণে একক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ৩টি বিভাগে বিপুল সংখ্যক প্রতিযোগী আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক এম আর ইসলাম বাবু, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী ও মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক বিচারকের দায়িত্ব পালন করেন। সার্বিক পরিচালনায় ছিলেন শিশু উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক শহীদ পাটোয়ারী, উপদেষ্টা আবুল কাশেম সাইমন ও সাথী ভাই মুহাম্মদ আলমগীর।

শিশু বিভাগে (২য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি) ১ম হয়েছে বিক্রম আদিত্য দাস (খ্রিস্টিয়ান মিশন স্কুল); ২য় হয়েছে তাসনিম সাবা (ফরিদগঞ্জ মডেল সপ্রাবি) ও অদ্রিজা কর্মকার অদিতি (হাসান আলী মডেল সপ্রাবি); ৩য় হয়েছে নওয়াজিশ ইসলাম (দেবিপুর সপ্রাবি); ৪র্থ হয়েছে সাফা (উত্তর শ্রীরামদী সপ্রাবি) ও সৃজিতা সাহা প্রন্তি (ওয়াইডব্লিউসিএ স্কুল) এবং ৫ম হয়েছে প্রতিক পাল (হাসান আলী মডেল সপ্রাবি)।

ক বিভাগে (৫ম থেকে ৭ম শ্রেণি) ১ম হয়েছে মুহতাদী শাফী (হাসান আলী মডেল সপ্রাবি); ২য় হয়েছে সাদিয়া ইসলাম (বহুবচন আবৃত্তি একাডেমি), ৩য় হয়েছে তাসফিয়া আক্তার (মাতৃপীঠ সরকারি বাউবি) ও নাহিয়ান ইসলাম (চান্দ্রা ইমাম আলী উবি); ৪র্থ হয়েছে জিনিয়া ইসলাম (লেডি প্রতিমা মিত্র বাউবি) ও ৫ম হয়েছে শ্যামন্তী অধিকারী (মাতৃপীঠ সরকারি বাউবি) ও হাসিবুর রহমান (ড্যাফোডিল ইন্টার ন্যাশনাল স্কুল)।

খ বিভাগে (৮ম থেকে ১০ম শ্রেণি) ১ম হয়েছে জান্নাতুল মাঈশা (মাতৃপীঠ সরকারি বাউবি); ২য় হয়েছে আজরিন খান নাবিহা (আল আমিন স্কুল); ৩য় হয়েছে কামরুন নাহার কাজল (লেডি প্রতিমা মিত্র বাউবি) ও ৪র্থ হয়েছে গোলাম কিবরিয়া (হাসান আলী সরকারি উবি)।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের লেখা ছড়া “বাক বাকুম পায়রা”, খ বিভাগে “হাট্টিমাটিম টিম” এবং বেগম সুফিয়া কামাল-এঁর কবিতাগুলো আবৃত্তির জন্য নির্ধারিত ছিলো। যা এ প্রজন্মের অনেক শিক্ষার্থীদের এসব কবিতা বা ছড়া সম্পর্কে জানা নেই। তবে আর্কাইভ থেকে এ সকল হারিয়ে যাওয়া ছড়া ও কবিতা বের করে প্রতিযোগিতার মাধ্যমে প্রচার করা হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়