প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০
ব্যাচ ’৯৪-এর পক্ষ থেকে নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির সুমনকে সংবর্ধনা
‘বন্ধুত্বের বন্ধনে আমরা এক ও অভিন্ন’ এই শ্লোগানে ’৯৪ ব্যাচ বন্ধুদের পক্ষ থেকে বন্ধু চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল ৩১ জুন শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ’৯৪ ব্যাচ চাঁদপুরের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল বন্ধুর সাথে শুভেচ্ছা বিনিময় করেন হুমায়ুন কবির সুমন। এরপর সকল বন্ধু নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমনকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর উপস্থিত সকল বন্ধুদের মিষ্টি ও পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।
সংবর্ধনার জবাবে অ্যাডঃ হুমায়ূন কবির সুমন তার বক্তব্যে তাঁর নির্বাচনকালীন সময় সকল বন্ধু যে যার অবস্থান থেকে তাকে নানাভাবে সহযোগিতা করা এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে ভোটারদের কাছে গিয়ে তার পক্ষ থেকে ভোট চাওয়ার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামীতে সকল ভালো কাজে বন্ধুদের পাশে থাকার আহ্বান জানান।