বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০

হাইমচরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

হাইমচর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩০ মে বৃহস্পতিবার বাদ আসর উপজেলা সদরস্থ আলগী বাজার আদর্শ শিশু নিকেতন স্কুলে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আমানউল্লাহ বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশীদ গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল ও দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বিল্লাল হোসেন আখন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল মাস্টার, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, চরভৈরবী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আঃ মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দলের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়