প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৩০ মে বৃহস্পতিবার বাদ আসর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ। একই সময়ে সাবেক সংসদ এম.এ. মতিন ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধাসহ প্রয়াত সকল নেতা-কর্মী ও সমর্থকদের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতের পূর্বে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত ও মাহফিল পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ শাহ এমরান হোসেন। দোয়া মাহফিলে জেলা বিএনপির উপদেষ্টা সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু, সহ-সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী ও মাহমুদ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল বাসার, সদস্য মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপি নেতা জাকির মুন্সী, মনির বিডিআর, খালেদুর রব মিঠু, মাসুদ হাওলাদার, রফিকুল ইসলাম, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ, সিদ্দিকুর রহমান ও আবু ইউসুফসহ বিএনপির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহযোগী সংগঠনের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফত অনিক, জিসান আহমেদ সিদ্দিকী, সাখাওয়াত হোসেন, মোঃ শহীদুল্লাহ, পৌর যুগ্ম আহ্বায়ক আলামিন বাবু, মোঃ রাশেদ, জাহাঙ্গীর হোসেন, শ্রমিক দলের নেতা খোরশেদ আলম, জাকির হোসেনসহ সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।