বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করলেন আইইউজিআইপি প্রতিনিধি দল ও পৌর মেয়র

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জ পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করলেন আইইউজিআইপি প্রতিনিধি দল ও পৌর মেয়র

ফরিদগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করলেন (IUGIP) প্রকল্পের প্রতিনিধি দল ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী। পৌর এলাকায় নির্মিত দু’টি সড়কের কাজ মঙ্গলবার (২৮ মে) দিনব্যাপী পূর্ব কর্মসূচির অংশ হিসেবে চলমান কাজ ও মালের গুণগত মান তদারকির অংশ পরিদর্শন করা হয়।

আইইউজিআইপির সহকারী সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ আহসান আলীর নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, আইইউজিআইপির প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, সুজন আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ গিয়াসউদ্দিনসহ আইইউজিআইপির বিভিন্ন কর্মকর্তা ও ফরিদগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শন শেষে মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যতো উন্নত, সে এলাকা ততো বেশি পরিচিত। ফরিদগঞ্জ পৌরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন, আমি আমার নির্বাচনী ওয়াদা মোতাবেক ইতোমধ্যে পৌরসভার নানা উন্নয়নমূলক কাজ করে আসছি। পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নে সকল কাজই সঠিক পরিকল্পনা মোতাবেক করা হবে। ফরিদগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।

আইইউজিআইপির সহকারী সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ আহসান আলী বলেন, আমাদের প্রকল্পের কোনো কাজ ও মালামালে ফাঁকি দেয়ার সুযোগ নেই। আমাদের প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মকর্তারা সবসময় সকল কাজ তদারকিতে রাখেন। ফরিদগঞ্জ পৌরসভায় আজকে দুটি সড়কের কাজ পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রকল্পের নিয়ম অনুযায়ী মালের গুণগত মান ঠিক আছে। আমাদের কাজে অনিয়ম ও দুর্নীতি করলে পরবর্তীতে পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষকে বলবো, কাজের গুণগতমান ঠিক রেখে দ্রুত সময়ের ভেতর সড়কের কাজ শেষ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়