বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভার আইইউজিআই প্রকল্প নিয়ে ভিত্তিহীন তথ্য প্রদান প্রসঙ্গে

প্রেস বিজ্ঞপ্তি ॥
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভার আইইউজিআই প্রকল্প নিয়ে ভিত্তিহীন তথ্য প্রদান প্রসঙ্গে

গত ২৬ মে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভার চলমান আইইউজিআই প্রকল্পের একটি সড়কের নির্মাণ কাজ নিয়ে ছবি ও তথ্য দেয়া হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। জনগণের জ্ঞাতার্থে তাই পৌর কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপন করছে।

মূলত বাংলাদেশ সরকার অউই এবং অঋউ-এর আর্থিক বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন (ওটএওচ) প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ-রূপসা সড়ক হতে ভাটিরগাঁও মসজিদ হয়ে মিরপুর ছৈয়াল বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রতিনিয়ত প্রকল্পের দায়িত্বে প্রকৌশলীগণ (প্রকল্পভুক্ত ও পৌরসভার) তদারকি করছেন। এছাড়া মেয়র মহোদয় নিজেও কঠোরভাবে প্রকল্পের কাজগুলো মনিটরিং করছেন। তাই নিম্নমানের মালামাল ব্যবহারের সুযোগ নেই। ফলে অনিয়মের কোনো সুযোগ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইটের ছবি সম্বলিত তথ্য দেয়া হয়েছে। কিন্তু প্রকল্পের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী নাছির উদ্দিন জানিয়েছেন, রাস্তার প্রাক্কলনে সেলভেজ (এজিং ইট) ধরা হয়েছে। সেলভেজের ইটগুলো শতভাগ ব্যবহারযোগ্য। সেলভেজ প্রাক্কলন থেকে কর্তন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়