প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল
একদিকে ভোটপ্রার্থনা অন্যদিকে ভোট বর্জন। ফরিদগঞ্জ উপজেলায় বিএনপি-আওয়ামী শিবিরে ভোট নিয়ে চলছে তুমুল উত্তেজনা। কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়ায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মে বুধবার সকালে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান খানের নেতৃত্বে গৃদকালিন্দিয়া বাজারে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের নির্দেশে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গৃদকালিন্দিয়া বাজারের ব্যবসায়ী, গাড়ির চালক, শ্রমিক, মেহনতী মানুষসহ সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট বিতরণ ও মিছিল করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি নেতা কাওসার আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাসুদুর রহমান খান, জসিম উদ্দিন পাটওয়ারী, নূরনবী বিএসসি ও মোনায়েম পাটওয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার খান, মোঃ শাহআলম, সাইফুল ইসলাম ফারুক মৃধা, দিদার খান, স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন কবির মজুমদার, রাসেল, ছাত্রদল নেতা মোঃ শাওন, শাহজালালসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী।