প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০
ঘূর্ণিঝড় রেমাল : চাঁদপুরে নৌ-পুলিশ ও নৌ ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ ও চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের টিম। রোববার সন্ধ্যায় চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম লঞ্চ টার্মিনাল, বড়স্টেশন মোলহেড, নদী তীরবর্তী স্থানে বসবাসরত বাসিন্দা ও চর এলাকার জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ট্রলার নিয়ে তারা মাইকিং করেন। এ সময় চাঁদপুর নৌ থানার এসআই সাজ্জাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের একটি টিম তাদের নিজস্ব স্পিডবোট নিয়ে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর চরাঞ্চলে ব্যাপক মাইকিং করে। এ সময় তারা জনসাধারণকে দুর্যোগকালে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ করেন। তাছাড়া নদীতে কোনো ধরনের নৌযান যাতে না চলাচল করে সেজন্যে সতর্ক করা হয়।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। জনসাধারণের জানমাল নিরাপত্তা, গবাদিপশু, শিশুসহ প্রয়োজনীয় খাবার নিয়ে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্যে সচেতনতামূলক মাইকিং করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাঁদপুর থেকে সকল নৌ রূটে নৌ যান চলাচল বন্ধ রাখা হয়েছে।