প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০
পুরাণবাজার শ্রীশ্রী রাধা মদন মোহন মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন
চাঁদপুর পুরাণবাজার হরিসভা কমপ্লেক্সে শ্রীশ্রী রাধা মদন মোহন জিউড় মন্দিরে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৯ মে রোববার রাত ৮টায় শ্রীমদ্ভগবত পাঠ করেন নবদ্বীপের পাঠক শ্রীল শ্রীযুক্ত রতন কৃষ্ণ গোস্বামী। ২০ মে সোমবার সকাল ৯টায় দীক্ষা দান অনুষ্ঠিত হয়। দীক্ষা দান করেন প্রভুপাদ শ্রীযুক্ত অধিরাজ গোস্বামী। ২১ মে মঙ্গলবার রাত ৮টায় গঙ্গা আবহনের মধ্য দিয়ে নাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন করা হয়। ২২, ২৩ ও ২৪ মে বুধ, বৃহস্পতি ও শুক্রবার অহরোহ ২৪ প্রহর শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুক্রবার ছিলো সংকীর্তনের শেষ প্রহর ও সমাপনী।
সংকীর্তনের নাম সুধা পরিবেশন করেন মাদারীপুরের মহিলা দল শ্রী বিষ্ণু প্রিয়া সম্প্রদায়, লক্ষ্মীপুরের মহিলা দল শ্রী মিরার প্রভুজী সম্প্রদায়, মানিকগঞ্জের শ্রী নিতাই গৌর সম্প্রদায়, পটুয়াখালীর শ্রী তুলসী নারায়ণ সম্প্রদায়, রামগঞ্জের শ্রীরাম কুঞ্জ সম্প্রদায় ও চাঁদপুরের শ্রীরাম সংঘ। সংকীর্তন চলাকালীন সময়কালে প্রতিদিন দুইপ্রহরে ও রাতে ভক্তদের মাঝে পর্যাপ্ত প্রসাদ বিতরণ করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী শ্রী মদন মোহন জিউড় মন্দিরের সার্বজনীন হরিনাম যজ্ঞ উৎসব পরিচালনা কমিটি।