প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০
উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সুযোগ করে দিচ্ছে
শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রোগ্রামের ২৪তম ব্যাচের ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউবির উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও নাগরিকদের উচ্চতর ডিগ্রি অর্জনের চাহিদামতো সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত প্রায় ৬৬টি প্রোগ্রাম চালু করেছে। এমনকি সনদবিহীন নাগরিকদের জন্যে এসএসসি প্রোগ্রামে ভর্তির অপূর্ব সুযোগ তৈরি করেছে। চাঁদপুর জেলায় এ বছর থেকে চাঁদপুর সরকারি কলেজে এমএ, এমএসএস প্রোগ্রাম চালু হয়েছে। যে সকল নাগরিক বিভিন্ন কারণে ৮ম শ্রেণি পাস করতে পারেনি, তারা ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে তার জীবন চলার নতুন অধ্যায় শুরু করতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে যে কোনো নাগরিক এসএসসি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারেন। এভাবে নিয়মিত শিক্ষা অর্জন থেকে বঞ্চিত উচ্চ শিক্ষা অর্জনে আগ্রহী নাগরিকগণ নিজের প্রয়োজন অনুযায়ী উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষিত জাতি গঠন করে স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখার সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন, সকলকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে জ্ঞানার্জন করতে হবে। তাহলেই এ সার্টিফিকেট অর্জন সার্থক হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ইউনুস মিজি।
কোরআন তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।