শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০

পরিবারের লোকজনকে বুঝিয়ে বলবেন চিংড়ি প্রতীকে ভোট দিতে

-----মেয়র আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো ॥
পরিবারের লোকজনকে বুঝিয়ে বলবেন চিংড়ি প্রতীকে ভোট দিতে

ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদারের সমর্থনে পৌর এলাকাধীন ৩নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (২৫মে) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২৯ মে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে খাজে আহমেদ মজুমদারকে চিংড়ি প্রতীকে ভোট দিবেন। সবাই বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে বুঝিয়ে বলবেন চিংড়ি প্রতীকে ভোট দিতে।

সভায় ৩নং ওয়ার্ডের আওতায় নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটিতে বাবুল মোল্লাকে আহ্বায়ক ও মাসুদ ভূঁইয়াকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

স্থানীয় কাউন্সিলর জাহিদুল ইসলাম বাবুল পাটওয়ারীর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাসান রাজা পাটওয়ারী, মনিরুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়