প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০
আজ সাবেক এমপি এমএ মতিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী
আজ বুধবার চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাবেক এমপি এমএ মতিন ওরফে মতিন স্যারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে বার্ধক্যের কারণে মারা যান সাবেক এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
স্কুল শিক্ষক থেকে রাজনীতিতে আসা, এর পরে কয়েক বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করা মরহুম এমএ মতিন ছিলেন হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের খান সাহেব জুনাব আলী মুন্সীর সন্তান। ৪ ভাই ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজে শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করেন।
এমএ মতিন জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ১৪ মার্চ আর মৃত্যুবরণ করেন ২০২০ সালের ২৬ মে। ১ ছেলে ৪ মেয়ের জনক এমএ মতিন ছাত্রজীবনে ন্যাপ (ভাসানী)-এর মাধ্যমে রাজনীতি শুরু করেন। ১৯৭৭ সালে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে বিজয়ী হন। এর পরেই রাজনীতিতে উত্থান এমএ মতিনের। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাগো দলে যোগ দেন ১৯৭৭ সালে। এর দুই বছর পরেই ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেন। ১৯৭৯, ১৯৯১ সালে ও ২০০১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত বিজয়ী হয়ে এলাকার প্রতিনিধিত্ব করেন। এ ছাড়াও ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় সংসদ সদস্য থাকাকালে খাদ্য মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বপালন করেন।