প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে ওয়ালটন প্লাজা মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ওয়ালটন ফরিদগঞ্জ প্লাজার আয়োজনে ৮ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৪ মে শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জিয়াউর রহমান, গাব্দেরগাঁও সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন সজিব, ক্রীড়া সংগঠক আকাশ আহমেদ শুকু, মোহাম্মদ উল্যাহ আল-আমীন, আল-আমীন বাপ্পি, আনোয়ার হোসেনসহ অন্যরা। উদ্বোধনী ম্যাচে ফরিদগঞ্জ সদর ও সিটি স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।