প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০
মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে তিনদিনের মাহফিল সম্পন্ন
মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে আল্লামা শায়খ ড. মানযূর আহমাদ আল আহমাদী উয়েসী রিফায়ীর ১২তম ওফাত দিবস উপলক্ষে ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়েছে।
২৪ মে শুক্রবার বাদ জুম্মা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ জাহরা-এর সামনের মাঠে ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবার শরীফের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।
মাহফিলের শেষদিনে শুক্রবার বেলা ১১টায় প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন পীর মুফতি মুহাম্মাদ গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী। ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতেমা তুজ্ জাহরার খতিব হযরত মাওলানা জাকারিয়ার শিকদারের পরিচালনায় বিশেষ বক্তার বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
নেদায়ে ইসলাম সেবা সংস্থার আয়োজনে ৩ দিনের এই মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মুহাম্মাদ বোরহান উদ্দিন সালেহী।
প্রথম দিনে বয়ান পেশ করেন আল্লামা শায়খ ড. সাইফুল আজম বাবর আল আজহারী ও আল্লামা শায়খ মুহাম্মাদ ড. সাইফুল ইসলাম আল আজহারী।