শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০

আওয়ামী পরিবারের সন্তান খাজে আহমেদ মজুমদারের সমর্থনে মাঠে নেমেছি

--------------------আবুল খায়ের পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী ॥
আওয়ামী পরিবারের সন্তান খাজে আহমেদ মজুমদারের সমর্থনে মাঠে নেমেছি

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থী খাজে আহমেদ মজুমদারের সমর্থনে পৌর এলাকার ৭নং ও ২নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। ২১ মে মঙ্গলবার বিকেলে ৭নং ওয়ার্ডে সভা শেষে পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে আহ্বায়ক, মশিউর রহমান জুয়েল পাঠানকে যুগ্ম আহ্বায়ক ও আলমগীর হোসেন পলোয়ানকে সদস্য সচিব করে করে কেন্দ্র কমিটি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মিয়াজীকে আহ্বায়ক, সাইফুল ইসলাম পাটওয়ারীকে প্রধান সমন্বয়ক ও আলাউদ্দিন মিয়াজীকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

বিকেলে পৌর এলাকার কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসায় নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। আরো বক্তব্য রাখেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল মিজি, সদস্য সচিব খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্যে দলীয় প্রতীক দেয়া হয়নি। তারপরও আমরা উন্নয়ন এবং দলের নেতা-কর্মীদের মূল্যায়নকে সামনে রেখে আওয়ামী পরিবারের সন্তান খাজে আহমেদ মজুমদারের সমর্থনে মাঠে নেমেছি। ইতোমধ্যেই পুরো উপজেলায় খাজে আহমেদ মজুমদারের প্রতীক চিংড়ি প্রতীকের সমর্থনে জোয়ার উঠেছে। আমাদের কেন্দ্র কমিটির দায়িত্ব হলো প্রতিটি বাড়ি গিয়ে চিংড়ি প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করা এবং ভোটের দিন ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা।

এদিকে রাতে ২নং ওয়ার্ডের কেরোয়া আদর্শ বালিকা বিদ্যালয়ে ফারুকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। আরো বক্তব্য রাখেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল মিজি, সদস্য সচিব খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়