প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০
শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন পাটোয়ারী ॥ ভাইস চেয়ারম্যান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেল সাড়ে চারটার পর থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে একে একে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইয়াসির আরাফাত। এতে ৬৫টি কেন্দ্রে ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন মকবুল হোসেন পাটোয়ারী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক রুমি পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট। জয়-পরাজয়ের ব্যবধান ৬ হাজার ৫৮১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ইমদাদুল হক মিলন চশমা প্রতীক নিয়ে ২২ হাজার ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ ইরান উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৬৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে হাসিনা আক্তার ২১ হাজার ১৩৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন্নাহার কাজল পেয়েছেন ১৫ হাজার ৯৬৭ ভোট।